Sunday, August 9, 2015

Festivals around the World || দেশে দেশে উৎসব





Flower show in London


Experience the world's greatest flower show at London's Royal Hospital Chelsea to be held from May 20-24, 2014. Every year the grounds of the Royal Hospital Chelsea are transformed into show gardens, inspirational small gardens and vibrant horticultural displays for the world's most famous flower show.

The Royal Horticulture Society (RHS) Chelsea Flower Show is attended by 1,57,000 visitors each year. Tickets sell out quickly and must be purchased in advance. If you're planning to stay in London for the flower show, book a package that includes a night's accommodation in a nearby hotel and an entry ticket to the event.


Singapore Arts Festival


The Lion city will come alive during this cultural fair with international dance ensembles, music and art installations. Singapore shopping centres, playing fields and museums will transform into theatre and gallery venues from May 16 - June 1, 2014, as the island embraces the contemporary and avant garde.

The festival is themed differently each year and displays works from both legendary and budding artists alike while bridging gaps in language, cultures and discipline. It now encompasses visuals arts, dance, theatre and music.


Bangladesh splendours


A three-day event will be held from June 19-21, 2014 at the Bangabandhu International Conference Centre in Dhaka that will showcase tourism products of the country. The event titled ‘Bangladesh International Tourism Fair’ will showcase products like tour operator, travel agent, meet and greet company, airline, hospitals, flying club, air express company, cruise operator, hotel, motel, tourism property developer, adventure tourism, maps, theme or amusement park and many more.
Apart from that focus will be laid on railways, coach operators, biking society, photography, online travel planner and hotel reservation. This is an event apt to figure out the myriad spledours of the country that stretches from hills to sea to green plains. There will be participation from national and regional tourist organisations, Global Distribution System companies and credit card companies as well.



Mango Festival in Delhi


Summers and mangoes go hand-in-hand as mango makes our sultry summers extremely succulent. So enjoy the season with the best of mangoes at the  International Mango Festival (DIMF), Delhi, to be held at the Delhi Haat, Pitampura. The festival is a brilliant opportunity to taste the 1,100 varieties of mangoes for free and relish the everlasting delicious experience. To be held on July 2, 2014, the festival is intended to reveal the specialties of mangoes from different states of India.

It is the best opportunity to know about many traditional mangoes like Langda, Dasheri, Alphonso, Fasli, Bombay Green, Sindheri, Chausa, along with the new hybrid discoveries of the fruit.



Beautiful Salalah Rotana Resort


Rotana, the leading hospitality management company in the Middle East, Africa, South Asia and Eastern Europe, has opened group’s first property in Oman, Salalah Rotana Resort. The stunning property is the 50th hotel to be operated by Rotana.

Located on the white sands of Salalah’s beachfront with spectacular views overlooking the azure Arabian Ocean, this resort is a luxurious 5-star property complete with 400 rooms and suites, each furnished with modern amenities and conveniences for guests who want to experience a true luxury getaway.



Voted best in the world

Singapore Changi Airport has been voted the 'World’s Best Airport' for the second year in a row at the prestigious 2014 SKYTRAX World Airport Awards, held in Barcelona. These awards are known globally as the most prestigious accolades for the world airport industry, based on the largest, independent worldwide airport customer satisfaction survey completed by more than 12 million travellers. This is the fifth time Changi Airport has been awarded the coveted title, adding to its stable of more than 450 awards, making it the most awarded airport in the world.



ফুলের সাগরে ভাসলো লন্ডন

২০১৪ সালের মে’র ২০-২৪ তারিখ লন্ডনের রয়্যাল হসপিটাল চেলসিয়াতে উপভোগ করতে পারবেন বিশ্বের সেরা ফুল প্রদর্শনী। প্রতি বছরই বিশ্বসেরা এই ফুল প্রদর্শনীর আয়োজন করতে গিয়ে রয়্যাল হসপিটাল চেলসিয়া তার রূপ পাল্টে সেজে ওঠে নানা ধরনের সাজানো বাগান, ছোট অথচ উৎফুল্ল হওয়ার মতো বাগিচা ও বর্ণিল আলোকছটার উদ্যান প্রদর্শনীতে। দ্য রয়্যাল হর্টিকালচার সোসাইটি (আর এইচ এস) চেলসিয়া ফ্লাওয়ার শো শিরোনামের এই উৎসবে যোগ দিতে আসবেন এক লাখ ৫৭ হাজার দর্শনার্থী। টিকিট খুব দ্রুত বিক্রি হয়ে যায়, এবং তা অবশ্যই অগ্রীম কিনতে হয়। আপনি যদি এই ফুল প্রদর্শনী দেখতে লন্ডনে থাকার পরিকল্পনা করে থাকেন, তবে অনুষ্ঠানে প্রবেশের টিকিটের সঙ্গে আশেপাশের কোনো হোটেলে এক রাত কাটানোর বন্দোবস্ত রয়েছে এমন একটি প্যাকেজ বুক করে নিন।


সিঙ্গাপুর শিল্প উৎসব

বহুজাতিক নাচের মুদ্রা, সঙ্গীত আর চিত্রকলার প্রদর্শনীতে ভরপুর এই সাংস্কৃতিক মৌসুমে লায়ন সিটি হয়ে উঠবে আরও প্রাণবন্ত। চলতি বছরের ১৬ মে থেকে ১ জুন পর্যন্ত সিঙ্গাপুরের শপিং সেন্টার, খেলার মাঠ ও জাদুঘরগুলো তাদের চেহারা বদলে পরিণত হবে থিয়েটার ও গ্যালারি ভেনুতে। কেননা, এই সময়ে সমকালীন ও অগ্রজ শিল্পসম্ভারকে বিশ্বের সামনে মেলে ধরবে দ্বীপদেশটি। 
প্রতি বছরই নতুন নতুন থিমে সাজানো হয় উৎসবটি। এখানে কিংবদন্তীদের সঙ্গে একই সময়ে প্রদর্শিত হয় উদীয়মান শিল্পীদের সৃজনশীলতা। পাশাপাশি ভাষা, সংস্কৃতি আর রীতিনীতির ব্যবধানটাও কমে আসে এখানে। উৎসবে এখন নতুন করে ভিজুয়াল আর্টস, নাচ, থিয়েটার ও সঙ্গীত যোগ হয়েছে।


বাংলাদেশের ঐশ্বর্য

এ বছরের ১৯-২১ জুন পর্যন্ত ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিত হবে তিন দিন ব্যাপী এমন এক উৎসব, যাতে দেশটির পর্যটনের যাবতীয় উপকরণ তুলে ধরা হবে দর্শনার্থীদের সামনে। উৎসবের শিরোনাম ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল ট্যুরিজম ফেয়ার’ তথা ‘বাংলাদেশ আন্তর্জাতিক পর্যটন মেলা’। এখানে বিভিন্ন ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্ট, মিট অ্যান্ড গ্রিট কোম্পানি, এয়ারলাইন, হাসপাতাল, ফ্লাইং ক্লাব, এয়ার এক্সপ্রেস কোম্পানি, ক্রুজ অপারেটর, হোটেল, মোটেল, ট্যুরিজম প্রপার্টি ডেভেলপার, অ্যাডভেঞ্চার পর্যটন, মানচিত্র, থিম ও এমিউজমেন্ট পার্কসহ আরও অনেক প্রতিষ্ঠানের হরেক পণ্য ও প্রস্তাবনা প্রদর্শিত হবে। 
এগুলোর বাইরে রেলওয়ে, কোচ অপারেটর, বাইকিং সোসাইটি, আলোকচিত্র, অনলাইন ভ্রমণ পরিকল্পনাকারী ও হোটেল রিজার্ভেশন-এর প্রতিও নজর দেওয়া হবে এ উৎসবে। দেশটির আনাচে কানাচে ছড়ানো যে বিপুল বিস্ময়, যা কিনা পাহাড়-পর্বত থেকে সমুদ্র ও সবুজ পটভূমি পর্যন্ত বিস্তৃত; তা যথাযথভাবে খুঁজে বের করবে এই উৎসব। জাতীয় ও আঞ্চলিক পর্যটন প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেম কোম্পানি ও ক্রেডিট কার্ড কোম্পানির অংশগ্রহণও থাকবে এই উৎসবে। 

আমের মেলা দিল্লিতে

গ্রীষ্ম আর আম যেন হাত ধরাধরি করে চলে। এই আমই পারে আমাদের গুমোট গ্রীষ্মকে সরস করে তুলতে। আর তাই এই মৌসুমের সমস্ত মজা নিংড়ে নিতে উপভোগ করুন দিল্লির আন্তর্জাতিক আম উৎসব (ডি আই এম এফ)। এ জন্য আপনাকে যেতে হবে দিল্লির পিটামপুরার দিল্লি হাটে। বিনামূল্যে প্রায় ১১০০ প্রজাতির আমের আস্বাদ নিয়ে আজীবনের জন্য সুস্বাদু একটি অভিজ্ঞতা নিয়ে রাখতে এই উৎসবটি এক কথায় অনবদ্য এক আয়োজন। চলতি বছরের ২ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া এ উৎসবে ভারতের বিভিন্ন রাজ্যের আমের স্বাদ উন্মোচিত হতে যাচ্ছে। ল্যাংড়া, দাশেরি, আলফোনসো, ফজলি, বম্বে গ্রিন, সিন্দেরি, চোসাসহ আরো কিছু আবিষ্কৃত হাইব্রিড জাতের আম সম্পর্কে জানার জন্য এটাই সবচেয়ে বড় সুযোগ।

অনাবিল সালালাহ রোতানা রিসোর্ট

মধ্যপ্রাচ্য, আফ্রিকা, দক্ষিণ এশিয়া এবং পূর্ব ইউরোপে আতিথেয়তা ব্যবস্থাপনায় শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান রোতানা। সম্প্রতি গ্রুপটি ওমানে তাদের প্রথম আয়োজন- সালালাহ রোতানা রিসোর্ট চালু করেছে। এই চমকপ্রদ সম্পত্তিটি রোতানা পরিচালিত ৫০তম হোটেল।
সালালাহর সৈকত সংলগ্ন নয়নাভিরাম সাদা বালির সারির ওপর স্থাপিত হোটেলটি থেকে আকাশী নীল আরব সাগরের চমৎকার দৃশ্য উপভোগ করা যায়। অতিথিদের মধ্যে যারা সত্যিকার অর্থে একটি বিলাসী সময় পার করতে চান তাদের জন্য ৫ তারকা সমৃদ্ধ বিলাসী এই হোটেলটিতে ৪০০ কক্ষ ও স্যুট রয়েছে, যার প্রতিটি আধুনিক সুযোগ-সুবিধায় সজ্জিত।

বিশ্বের সেরা নির্বাচিত

বার্সেলোনায় অনুষ্ঠিত সম্মানজনক ২০১৪ স্কাইট্র্যাক্স ওয়ার্ল্ড এয়ারপোর্ট এওয়ার্ড অনুষ্ঠানে দুই বছরে পরপর দুইবার ‘বিশ্বের সেরা বিমানবন্দর’ নির্বাচিত হয়েছে সিঙ্গাপুর চ্যাংগি এয়ারপোর্ট। বিশ্বের বিমানবন্দর শিল্পের জন্য নির্ধারিত এই পুরস্কারগুলো সারা বিশ্বে সবচেয়ে বড় অর্জন হিসেবে স্বীকৃত। বিশ্বজুড়ে বিভিন্ন বিমানবন্দরের প্রায় ১ কোটি ২০ লাখ গ্রাহকের সন্তুষ্টি নিয়ে চালানো সবচেয়ে বড় ও স্বাধীন জরিপের ওপর ভিত্তি করে এ পুরস্কার ঘোষণা করা হয়। এ নিয়ে পঞ্চমবারের মতো লোভনীয় পুরস্কারটি পেল চ্যাংগি বিমানবন্দর। আর এটি যোগ হয়েছে অন্য আরও ৪৫০টি পুরস্কারের তালিকায়। যার সুবাদে এটি হয়েছে বিশ্বের সবচেয়ে বেশি পুরস্কৃত বিমানবন্দর!

No comments:

Post a Comment