Monday, August 10, 2015

Asiaís largest pay-in lounge and others





Amari Hotel to open in Bangladesh
Located in the business district of Gulshan, Amari Dhaka is scheduled to open in early 2014. The property will feature 134 guest rooms and suites, three restaurants and bars, including a ‘destination’ rooftop bar, a function hall suitable for weddings and meeting rooms. A Breeze Spa, gym and rooftop swimming pool will also add to the comfort of business travellers. It will be just 5 km from Dhaka International Airport.



Asiaís largest pay-in lounge

The flagship lounge of the Plaza Premium Lounge (PPL) at the Hong Kong International Airport is claimed to be the largest pay-in lounge in Asia with an area of 15,000 sq ft

The lounge caters to single travellers, couples and large parties. It has a variety of seating configurations having a sleek, sophisticated design. Guests can choose to take a seat at one of the booths, share a communal table or appreciate the panoramic view of the runway from one of the bar stools. In the exclusive bar area, The Hub, together with the wine dispenser, hot and cold tapas will be served daily, this includes croquettes, daily soups, mezza platters, etc.




Teeing off in Abu Dhabi
During January 16-19, 2014, Abu Dhabi Golf Club will host the ninth Championship of Golf that will see Welshman Jamie Donaldson face three of the world’s top 11 players - McIlroy, Rose and Donald - and the European Tour’s hottest young talent - Golf in Abu Dhabi Ambassador Manassero - when he defends the Falcon Trophy.

Gourmet extravaganza - The lifestyle gastronomic extravaganza - 2014 Gourmet Abu Dhabi - will feature a star-studded cast of Michelin-star chefs and special guests, master classes, industry insights from hospitality experts and gourmet dinners hosted by a range of the UAE capital’s top hotels. (Duration: February 4-19, 2014)







Explore Peranakan


If you desire to discover the vibrant art, culture and heritage of the Peranakan community, one of Singapore’s most unique ethnic populations, best is to stay with Mandarin Oriental and experience it. Singapore’s newly launched ‘Peranakan Heritage Trail’ room package by the hotel is available till April 30, 2014 for a colourful exploration half-day tour, making for a refreshing and enriching experience.

Included in the package is a visit to Singapore’s Peranakan Museum, which explores the lifestyle of Asia’s Peranakan community, having the world’s finest and most comprehensive collection of Peranakan artefacts, such as conventional costumes, jewellery, porcelain, furniture and craftwork. A walk through the Spice Garden is a must which showcases spices that play a large part in the Nyonya cuisine, or wander through baroque architecture along the streets of Katong and Joo Chiat, showcasing rows of multi-coloured shophouses, dating back to the 1920s and 1930s. Another fascinating stop is Rumah Bebe, a traditional shophouse which focuses on the captivating display of Peranakan outfits, embroidery, beadwork and batik-textiles.





Al Marmoum Camel Racing


They are fast and furious when they are on the sands. Don't miss out on the fast-paced sport as camels race off to the finish line during the Al Marmoum 2013/2014 racing season that starts at the Al Marmoum Camel Racetrack, Dubai Al Ain Road and can be witnessed during January and February, 2014 in a series of races.

This racing season aims to maintain and build upon the local and traditional sport of camel racing. Through a series of races, Al Marmoum 2013/2014 hopes to instill is a desire in the hearts of citizens of the UAE to long for traditional customs and practices that are no longer a prominent part of their lives.

Race timings: 0700 - 0900 Hrs, 1430 - 1630 Hrs  
Contact: +971 55 676 0006; http://www.dubaicalendar.ae/



এশিয়ার বৃহত্তম পে-ইন লাউঞ্জ

প্রায় ১৫ হাজার বর্গ ফুট আয়তনের হংকং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের প্লাজা প্রিমিয়াম লাউঞ্জ (পিপিএল)-কে এখন এশিয়ার সবচেয়ে বড় লাউঞ্জ হিসেবে দাবি করা হয়।
এই লাউঞ্জে একক যাত্রী থেকে, দম্পত্তি ও বড় পার্টির আপ্যায়নের ব্যবস্থা রয়েছে। এতে বিভিন্ন ধরনের বসার ব্যবস্থা রাখা হয়েছে যাতে একই সঙ্গে খুঁজে পাওয়া যাবে নমনীয়তা ও জটিল ঘরানার নকশা। অনেকগুলো বুথের যেকোনো একটিতে কিংবা যৌথ টেবিলেও বসতে পারেন অতিথিরা। আবার চাইলে বারের টুলে বসে উপভোগ করতে পারেন রানওয়ের চমৎকার বিস্তৃত দৃশ্যপট। দ্য হাব নামের অনন্য সাধারণ বারটিতে ওয়াইন ডিসপেন্সারের পাশাপাশি প্রতিদিন গরম ও ঠা-া টাপাজ (¯œ্যাকস ও অ্যাপেটাইজার) পরিবেশন করা হয়। তালিকায় রয়েছে ক্রোকুয়েত্তে, ডেইলি স্যুপ, মেজা প্ল্যাটার্স ইত্যাদি।

বাংলাদেশে চালু হতে যাচ্ছে আমারি হোটেল
২০১৪ সালের শুরুর দিকেই ঢাকার বাণিজ্যিক শহর গুলশানে চালু হতে যাচ্ছে আমারি হোটেল। এই হোটেলটিতে থাকছে ১৩৪টি অতিথি কক্ষ ও স্যুট। থাকবে তিনটি রেস্তরাঁ ও বার। এর মধ্যে ছাদের ওপর আলাদা একটি ‘ডেসটিনেশন’ বার আছে, যা কিনা বিয়ে কিংবা সভার আয়োজন করার উপযোগী একটি ফাংশন হল। বাণিজ্যিক ভ্রমণকারীদের স্বস্তি যোগাতে আছে ব্রিজ স্পা, ব্যায়ামাগার ও ছাদের ওপর সুইমিং পুল। আর এটার থাকবে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে।

আবু ধাবিতে যাত্রা শুরু
২০১৪ সালের ১৬-১৯ জানুয়ারি আবু ধাবি গলফ ক্লাব আয়োজন করতে যাচ্ছে নবম চ্যাম্পিয়নশিপ অব গলফ। এতে ওয়েলশ-এর জেমি ডোনাল্ডসন মুখোমুখি হবেন বিশ্ব সেরা ১১ খেলোয়াড়ের মধ্যে থাকা তিন জনÑম্যাকলরয়, রোজ ও ডোনাল্ডের সঙ্গে এবং ইউরোপিয়ান ট্যুরের তরতাজা তরুণ মেধাবী খেলোয়াড়, গলফ ইন আবু ধাবি অ্যাম্বাসেডর মানাসেরোর সঙ্গে। এই সময় তিনিও লড়বেন ফ্যালকন ট্রফিটাকে আগলে রাখতে।

দ্বিধাহীন ভোজনবিলাসÑ এক উত্তম ভোজনবিলাসী লাইফস্টাইলÑ২০১৪ গোরমেট আবু ধাবি’তে আসবেন মিশেলিন তারকা চিহ্নিত রন্ধনশিল্পী ও বিশেষ অতিথিরা। আরও থাকছে মাস্টার ক্লাস, আতিথেয়তা বিশারদদের কাছ থেকে ব্যবসায়িক অন্তর্দৃষ্টির বয়ান, এবং ইউ এ ই-এর রাজধানীর সেরা হোটেলগুলোর পরিবেশনায় স্বাস্থ্যসম্মত রাতের খাবার। (চলবে: ফেব্রুয়ারি ৪-১৯, ২০১৪ পর্যন্ত)।    

পেরানাকানের অণে¦ষণে
আপনার যদি সিঙ্গাপুরের সবচেয়ে আদি জনগোষ্ঠী পেরানাকান সম্প্রদায়ের ঐতিহ্য, সংস্কৃতি ও রোমাঞ্চকর শিল্পকলা আবিষ্কারের ইচ্ছা থাকে তবে মান্দারিন অরিয়েন্টালে অবস্থান করে অভিজ্ঞতা নেওয়াই হবে সবচেয়ে ভাল সিদ্ধান্ত। ২০১৪ সালের ৩০ এপ্রিল থেকে চালু হবে হোটেলটির সদ্য ঘোষিত ‘পেরানাকান হেরিটেজ ট্রেইল’ রুম প্যাকেজ। দিনের অর্ধেক সময় ধরে বর্ণিল এই ভ্রমণ আপনাকে সতেজ ও সমৃদ্ধময় অভিজ্ঞতা পাইয়ে দেবে।
প্যাকেজের আওতায় রয়েছে একবার সিঙ্গাপুরের পেরানাকান জাদুঘর ঘুরে দেখার সুযোগ। এখানে এশিয়ার পেরানাকান সম্প্রদায়ের জীবনাচার অণে¦ষণ করা হয়েছে। বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় ও বিস্তৃত পেরানাকান প্রতœতাত্ত্বিক নিদর্শন সম্ভার রয়েছে এখানে। যার মধ্যে রয়েছে ঐতিহ্যবাহী পোশাক, গহনা, চীনামাটির তৈজসপত্র, আসবাবপত্র ও কুটিরশিল্প। এরপর মসলা বাগানের ভেতর ঘুরে বেড়ানোটা আপনার অবশ্যকর্তব্য, কেননা, এখানেই দেখতে পাবেন নিওনিয়া রন্ধনপ্রণালীতে বহুল ব্যবহৃত মসলা। এছাড়া, চাইলে কাটোং ও জু চিয়াটের রাস্তার পাশে বারোক নির্মাণশৈলীর নমুনা দেখতে পাবেন। যেখানে আছে, ,  ১৯২০ ও ১৯৩০-এর সময় নির্মিত নানা রঙে রঙিন বেশ কিছু দোকানপাটের সারি। আরেকটি চিত্তাকর্ষক জায়গা হলো রুমাহ বেবে। ঐতিহ্যবাহী এই দোকানে বিশেষভাবে নজরকাড়ার নিমিত্তে সাজিয়ে রাখা হয়েছে পেরানাকান জামাকাপড়, এমব্রয়ডারি, পুঁতিশিল্পী এবং বাটিক কাপড়।

আল-মারমৌম উটের দৌড়
বালিতে থাকা অবস্থায় তারা বেশ গতিশীল আর উন্মত্ত। তাই আল মারমৌম ২০১৩/২০১৪ রেসিং মৌসুমে দুবাইয়ের আল-আইন সড়কে আল মারমৌম ক্যামেল রেস ট্রাকে উটগুলো যখন শেষ লাইনের দিকে ছুটে যাবে তখন সেই প্রচ- গতিশীল খেলাটা না দেখা উচিৎ হবে না। ২০১৪ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিজুড়ে ধারাবাহিক কয়েকটি রেসে দেখতে পাবেন এটা।
স্থানীয় ও প্রথাগত উটের দৌড় প্রতিযোগিতাকে ধরে রাখা ও এগিয়ে নেওয়াই এই রেসিং মৌসুমের লক্ষ্য। আল মারমৌম ২০১৩/২০১৪-এর হৃদয়ে একটাই আশা, তা হলো নিত্যদিনের জীবন থেকে হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী সংস্কৃতি ও চর্চার প্রতি ইউ এ ই-এর বাসিন্দাদের মনে ধীরে ধীরে আবেদন প্রতিষ্ঠা করা।
রেসের সময়সূচী: ০৭০০-০৯০০ ঘণ্টা। ১৪৩০-১৬৩০ ঘণ্টা।
যোগাযোগ: +৯৭১ ৫৫ ৬৭৬ ০০০৬;

1 comment:

  1. Plaza premium lounge sydney

    Your airport moment, in a class of its own. Plaza Premium Lounge is the world's largest award-winning independent lounge network, open to all travellers.

    to get more - https://www.plazapremiumlounge.com/en-uk


    ReplyDelete