Luxury in the Arabian Wildlife Park
Anantara Hotels,
Resorts & Spas’ newest Abu Dhabi island hideaway, Anantara Sir Bani Yas
Island Al Sahel Villa Resort, offers an unrivalled blend of rustic luxury,
natural and breathtaking wildlife
encounters.
One can pick one of
the 30 luxury rustic villas that are surrounded by salt dome hilltops and lush
grass savannah. Three accommodation types invite couples to romanticise in a
One Bedroom Villa or to indulge in a larger One Bedroom Pool Villa with
separate lounge and dining spaces, as well as a personal plunge pool. These are
located on the island’s eastern shore that reveals all of the desert island’s
intriguing natural contrasts.
River Race in London
The banks of the river
Thames will again be brimming with spectators for the annual River Race on
March 29, 2014. The annual event now sees hundreds of boats, each manned by
eight men, row over the 6.8 km championship course from Mortlake to Putney.
This historic race was started in 1926 by Cambridge and Tideway oarsman Steve
Fairbairn and continues to draw interests of crews from all over the world.
You can see the crews
off from Chiswick Bridge, cheer them on from Barnes Bridge as they gather pace,
or see the crews approach from the busy Hammersmith Bridge or find yourself a
spot on the river banks along the course to enjoy the event.
Performing arts in Hong Kong
Hong Kong Arts
Festival Society is organising one of the pinnacles of Hong Kong's performing
arts events, which will showcase Asia's top talents alongside leading artists
from around the world. The festival's broad spectrum of events pitches to a
wide range of appetites, from the classical, to the avant-garde, to the
electrifying. For 2014, five nominees for this year's Grammy Awards, plus
internationally-renowned choreographers, will perform and makes it a treat for
music lovers to catch the action.
Date: 18 February to
22 March
E-mail: afemail@hkaf.org
আরব ওয়াইল্ডলাইফ পার্কে বিলাসিতা
আনানতারা হোটেলস, রিসোর্টস অ্যান্ড স্পা-র আবুধাবি দ্বীপের সবচেয়ে নতুন ও নির্জন আশ্রয় আনানতারা স্যার বনি ইয়াস আইল্যান্ড আল সাহেল ভিলা রিসোর্ট তুলে ধরেছে গ্রাম্য বিলাসিতা, প্রাকৃতিক প্রশান্তি ও শ্বাস রুদ্ধকর বন্যপ্রাণীর সাক্ষাৎ লাভের প্রস্তাব।যে কেউ চাইলে এখানকার ৩০টি সাধাসিধে গ্রামীণ ভিলা বেছে নিতে পারবে যেগুলো কিনা লবণের ডোমওয়ালা পাহাড়চূড়া ও বৃক্ষহীন তৃণভূমি দ্বারা পরিবেষ্টিত। দম্পতিদের আবেগঘন মুহূর্ত কাটানোর জন্য আছে তিন ধরনের শোবার ব্যবস্থা। যার মধ্যে রয়েছে এক কক্ষবিশিষ্ট ভিলা, অথবা পৃথক লাউঞ্জ ও ডাইনিং স্পেস সহকারে অপেক্ষাকৃত বড় আকারের শয়নকক্ষ বিশিষ্ট পুল ভিলা। এতে আবার একটি একান্ত ব্যক্তিগত নিমজ্জন পুলও থাকছে। এগুলো দ্বীপটির পূর্ব উপকূলের দিকে অবস্থিত যা মরু দ্বীপটির গোপন প্রাকৃতিক বৈপরীত্যের সমস্ত কিছুই উন্মুক্ত করে দেয়।
লন্ডনে নৌকা বাইচ
থেমস নদীর তীর আবারও দর্শকদের ভিড়ে উদ্বেলিত হতে যাচ্ছে, কেননা, ২০১৪ সালের মার্চের ২৯ তারিখ সেখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে বার্ষিক রিভার রেইস। বাৎসরিক এ প্রতিযোগিতায় এবার দেখা যাবে শত শত নৌকা, যার প্রতিটিতে থাকবে আট জন করে অংশগ্রহণকারী। মর্টলেক থেকে পাটনে পর্যন্ত চ্যাম্পিয়নশিপ কোর্সে এবার তারা বাইবেন ৬.৮ কিলোমিটার দূরত্ব। ১৯২৬ সালে ক্যামব্রিজ অ্যান্ড টাইডঅ্যাওয়ে’র মাঝি স্টিভ ফেয়ারবেয়ারন ঐতিহাসিক এ নৌকা বাইচের প্রচলন করেন, যা এখন পর্যন্ত বিশ্বের নানা প্রান্তের নাবিকদের নজর কেড়ে যাচ্ছে। চিসউইক ব্রিজ থেকে আসা নাবিকদেরও আপনি এখানে দেখতে পাবেন, এরপর বার্নেস ব্রিজের ওপর দাঁড়িয়ে তাদের অনুপ্রাণিতও করতে পারবেন, যখন কিনা তারা গতি সঞ্চার করতে থাকবে। কিংবা দেখতে পাবেন কিভাবে ব্যস্ত হ্যামারস্মিথ ব্রিজ থেকে নাবিকরা ছুটে আসছে। অথবা অনুষ্ঠানটা উপভোগ করতে আপনি চাইলে নদীর তীরের গতিশীলতার সঙ্গে সামঞ্জস্য রেখে উপযুক্ত একটি জায়গা বাছাই করতে পারেন।
হংকংয়ে পারফর্মিং আর্ট
হংকংয়ের পারফর্মিং আর্টের মধ্যে অন্যতম সেরা একটি অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে হংকং আর্টস ফেস্টিভাল সোসাইটি। যেখানে এশিয়ার সেরা মেধাবী শিল্পীদের পাশাপাশি বিশ্বের শীর্ষস্থানীয় শিল্পীদের মেধার বিচ্ছুরণও প্রতিভাত হবে। শিল্পের জন্য প্রচ- ক্ষুধার্ত ও বিস্তৃত পরিসরে ছড়িয়ে থাকা একদল দর্শকের জন্যই এই উৎসবে রয়েছে একগাদা বর্ণিল আয়োজন। এর মধ্যে ধ্রুপদী থেকে শুরু করে সৃজনশীল ও তা থেকে শুরু করে প্রচ- উদ্দীপক বিষয়াবলীও। ২০১৪ সালের জন্য এই বছরের গ্র্যামি এওয়ার্ড মনোনয়ন পাওয়া পাঁচ জনসহ আন্তর্জাতিকভাবে খ্যাতনামা কোরিওগ্রাফাররা মিলে পারফর্ম করবেন। এই অনুষ্ঠানটাকে ধরতে আসা সঙ্গীতপিপাসুদের জন্য এটি হবে একটি বাড়তি ভোজন। তারিখ: ১৮ ফেব্রুয়ারি থেকে ২২ মার্চ
No comments:
Post a Comment