Wall art is fast emerging as a trend in home decor as it
not only makes the home look interesting but imparts a unique character to the
entire living space
If you want to keep your living space clutter free but still
want it to have the elements of creativity and class, a neat wall art can do
the trick for you. Wall art is fast emerging as an interesting mode to redefine
living or bedroom space.
Satabdi Jena, owner and principal designer of Akaar feels
that wall art has been a part of our culture since ages, for example tribal,
folk and Mughal arts. “It has been passed on from one generation to another. I
feel the reason it has again come back as a home decor trend is because people
want to go back to their roots, live those facets and do something unique in
their homes,” says Satabdi.
There is no set pattern for wall art. It could be simply
paintings and designs and if are creative, you can give the whole thing a
complete new dimension. “Wall arts can also be decided depending on the
available wall space and considering the furniture size, lighting and
environmental temperatures. One should avoid wall arts if there are signs of
humidity or water leak on the walls,” she warns.
Types of wall art
There are various types of wall art that people love to have
in their homes. It can range from digitally-created graphics, hand-painted illustration
to framed art and installations. Although people tend to remain a bit skeptical
regarding its longevity but they live a long life, especially the digital ones.
“They are digitally developed and printed, and lasts much longer than the
hand-painted illustrations. Many people go for digitally-printed graphics on
sun board because of low maintenance and look good factors.” In fact, people
are experimenting wall art on glass too, which is much easier to clean.
Delicate piece of art
Sitting in a room having a beautiful wall art gives a unique
feel. It is more about appreciating a place where the room appears filled up
and not cluttered. However, these art demands utmost care. “Digitally developed
wall art is generally very durable as compared to the hand painted or framed
art and illustrations. But wall arts require the same basic care that you would
give to any other quality print,” says Jena. Like any other artwork, it should
be kept out of direct sunlight. If it is done inside a room, just ensure that
direct sunlight from the window is not falling on the wall. Regarding cleaning,
it is just like cleaning any other surface. Mild soap and water or glass
cleaner can be used. Also, one should be careful not to place lights too close
or directly above the wall arts. With these basic precautions, your wall art
will last a lifetime.
দেয়ালের সৃজনতত্ত্ব
বাড়িকে শিল্পিত করে তুলতে
দেয়াল-শিল্প একটি দ্রুত অগ্রসরমান প্রবণতা। এটা শুধু বাড়িকে আকর্ষণীয় করে তোলে না,
বরং আপনার বসবাসের জায়গাটুকুতে এনে দেয় এক অনন্য বৈশিষ্ট্য।
ধরুন, আপনি আপনার বসবাসের
এক চিলতে জায়গাটাকে জঞ্জালমুক্ত রাখতে চান, আবার একইসঙ্গে চাচ্ছেন যেন এক টুকরো সৃজনশীলতা
ও সমাজে আপনার অবস্থানটা অটুট থাকে, সেক্ষেত্রে একটি পরিচ্ছন্ন দেয়াল-শিল্পই হতে পারে
কাজের কাজী। লিভিং ও বেডরুমকে নতুন করে সংজ্ঞায়িত করার একটি আকর্ষণীয় উপকরণ হিসেবে
দেয়াল-শিল্প ক্রমেই এগিয়ে আসছে।
‘আকার’ এর স্বত্বাধিকারী ও মূল নকশাকারী শতাব্দী জেনা।
তার মতে, বহুকাল আগ থেকেই দেয়াল শিল্প আমাদের সংস্কৃতির অংশ হয়ে আছে। দেয়াল শিল্পের
উদাহরণ হিসেবে তিনি জানান উপজাতীয়, লোকজ ও মুঘল নকশার কথা। শতাব্দী আরও বলেন, “এই ধারণাটি এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে গড়িয়েছে।
আমি অনুভব করি, ঘর সাজানোর উপকরণ হিসেবে এটি আবার ফিরে এসেছে কারণ মানুষ সবসময়ই তার
শেকড়ে ফিরে যেতে চায়। ফিরে গিয়ে সেই সব মুহূর্তে জীবন কাটাতে চায় এবং নিজেদের বাড়িতে
অন্যরকম কিছু করতে চায়।”
দেয়ালের আঁকা শিল্পের জন্য
ধরাবাঁধা কোনো বিন্যাস নেই। এটা খুব সাদামাটা কোনো পেইন্টিং কিংবা নকশা হতে পারে। আবার
সৃজনশীল চিন্তা করে থাকলে এটা হতে পারে সম্পূর্ণ ভিন্নমাত্রার একটা কিছু। শতাব্দী সতর্ক
করেন এই বলে, “ঘরে কতটুকু খালি জায়গা
রয়েছে, আসবাবপত্রের আকার কেমন, ঘরের ভেতর পর্যাপ্ত আলো আসে কিনা এবং পরিবেশের তাপমাত্রা
কেমন; এসব বিবেচনা করেই সিদ্ধান্ত নেয়া হয় দেয়াল শিল্পটা কী ধরনের হবে। কারো ঘরে যদি
আর্দ্রতার মাত্রা বেশি থাকে কিংবা দেয়াল লিক করে, সেক্ষেত্রে দেয়াল-শিল্প স্থাপনের
চিন্তা না করাই উত্তম।”
দেয়াল শিল্পের রকমফের
লোকে তাদের বাড়িঘরে নানা
ধরনের দেয়াল শিল্প রাখতে ভালোবাসে। এটা হতে পারে ডিজিটাল পদ্ধতিতে তৈরি করা গ্রাফিক্স,
হাতে আঁকা নকশা কিংবা ফ্রেমে বাঁধাই শিল্পকর্ম কিংবা ইন্সস্টলেশন। মানুষ এসব শিল্পকর্মের
আয়ুষ্কাল নিয়ে স্বভাবতই সন্দেহপ্রবণ হয়, তবে সচরাচর এসব বেশ কিছুদিন টিকে থাকে। বিশেষ
করে ডিজিটাল শিল্পগুলো বেশি দিন অক্ষত থাকে। শতাব্দীর মতে, “ডিজিটাল পদ্ধতিতে তৈরি ও প্রিন্ট করা শিল্পগুলো হাতে
আঁকা নকশার চেয়ে বেশি টেকসই হয়। অনেক মানুষই বোর্ডের ওপর মূদ্রিত ডিজিটাল চিত্রকলা
পছন্দ করে কেননা, এগুলোর রক্ষণাবেক্ষণ নিয়ে বেশি ভাবতে হয় না। পাশাপাশি দেখার সৌন্দর্য
বলেও একটা বিষয় আছে।” বস্তুত লোকে এখন কাচের
ওপরও দেয়াল-শিল্প নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে, যা পরিষ্কার রাখাটা বেশ সহজ।
এক টুকরো সূক্ষ্ম শিল্প
দেয়ালে একটি চমৎকার শিল্পকর্ম
আছে, এমন একটি কক্ষে বসে থাকলে অন্যরকম এক অনুভূতি কাজ করে। এর মাধ্যমে আসলে একটি বাসস্থানের
মর্ম পুরোপুরি উপলব্ধি করা যায়, যা কিনা একইসঙ্গে পরিপূর্ণ ও জঞ্জাল মুক্ত। তবে যাই
হোক, এই সব শিল্প কিন্তু যথেষ্ট যতœআত্তি দাবি করে। জেনা বললেন, “হাতে আঁকা বা ফ্রেমে বাঁধাই করা ছবি বা নকশার চেয়ে
ডিজিটাল পদ্ধতিতে তৈরি করা দেয়াল শিল্প টিকে বেশি দিন। তবে আপনি যেকোনো গুণগত মানসম্পন্ন
প্রিন্টের প্রতি যতটুকু নজর দেবেন, অন্য যেকোনো দেয়াল শিল্পের প্রতিও একই রকম যতœশীল
হতে হবে।” অন্য সব শিল্পের মতো এতেও সরাসরি সূর্যের আলো পড়তে
দেওয়া চলবে না। যদি কোনো কক্ষের ভেতর এটা রাখতে হয়, তবে খেয়াল করবেন যাতে জানালা খোলার
পর সরাসরি সূর্যের আলো এসে দেয়ালে না পড়ে। পরিষ্কার করার বেলায় এটি অন্য সবার মতোই।
হালকা সাবান ও পানি অথবা গ্লাস ক্লিনার ব্যবহার করা যেতে পারে। আবার এর ওপর যাতে বাতির
আলো খুব কাছ থেকে বা সরাসরি না পড়ে সে ব্যাপারে খেয়াল রাখতে হবে। এসব মৌলিক সাবধানতা
অবলম্বন করলে আপনার দেয়াল শিল্পটা টিকে থাকবে আজীবন।
No comments:
Post a Comment