A blog about Lifestyle, tours and travel, fashion and Jewelry, holiday destinations, festivals, art and culture and foods and culinary arts.
Sunday, August 23, 2015
Nice Asian Necklace For your classical dresses
This necklace will be adored by those who are very wiling to find a perfect match for their trendy and yet classical dress. In Indian stores this necklace will cost not more than Rs 1700. This is relatively cheap necklace but very much fashionable. The ethnic flavor of this necklace will certainly increase the taste-scale and will show your innerself accordingly.
Thursday, August 20, 2015
Authentic Thai
For an authentic Thai dining experience in Bangkok, Celadon
restaurant is definitely one of the best choices to go for
Claimed to be a celebration of
the senses for true Thai style food and service, Celadon has earned a reputation.
It offers authentic Thai food in beautifully crafted air-conditioned salas. The
beauty of restaurant lies in the way it has been captured with a picturesque
lotus-pond. The open-air terraces overlooking the water add a world of charm.
And more importantly, there is an extensive a la carte menu offering a
selection of the finest dishes from all over Thailand.
Opened way back in 1991, as the
hotel The Sukhothai Bangkok opened, the restaurant started gaining a
reputation. Chamlong Pewthaisong, Thai Executive Sous Chef - Celadon, points
out that every dish served in the restaurant remains the same as it was since
the beginning. “We have been using authentic Thai recipes, with highest
standards of food quality and service.
We still present our cuisine in a most simplistic yet elegant way.”
Delightful dining
An extensive a
la carte menu offers a selection of the finest dishes from all over
Thailand, prepared just as they have been throughout the ages. Dishes include Steamed Thai Dumpling, Traditional Fried Rice Noodles and Lamb in Mussamun Curry
and many more. According to the chef, the menu at Celadon has been prepared with extraordinary knowledge of
combinations of ingredients. He says, “Our Thai food offers a broad
range of tastes with unique spices and sauces that seem to please most
visitors. Simultaneously, offering delightful new flavours in addition to
providing a focus upon healthy cuisine has won us loyal customers.”
Look & feel
Situated in traditional Thai pavilions and open-air
terraces surrounded by lotus ponds, the restaurant looks beautiful, as it is
decorated with bas relief clay and traditional style tiles. The restaurant has
combined the elements of wood, glass and clay to create a comfortable,
contemporary and elegant atmosphere. The restaurant attracts primarily in-house
guests wishing to sample authentic Thai tastes rarely found elsewhere in
Bangkok, reveals Chef Pewthaisong. Celadon is also famous among local people
and overseas tourists looking for authentic surroundings and the finest
traditional Thai cuisine the city has to offer.
Green herb garden
Another attraction of the restaurant is the lush
green herb garden. It offers a perfect setting for memorable evenings. The chef
says, “Here, a special dinner set menu is served. The garden consists of aromatic herbs and
spices. Guests may choose to be
attended to by a private butler along with a chef’s demonstration at their
table whilst enjoying traditional Thai instrumental music.”
অকৃত্রিম থাই
ব্যাঙ্ককে আদি ও আসল থাই খাবারের অভিজ্ঞতা পেতে চাইলে সেলাডন রেস্তরাঁই হতে পারে আপনার সেরা পছন্দ।সত্যিকার থাই ঘরানার খাবার ও সেবার ইন্দ্রিয়গ্রাহ্য উদযাপনের দাবিদার হিসেবে সেলাডন ইতিমধ্যেই বেশ নাম কুড়িয়েছে। সুনিপুণ শৈলীতে নির্মিত শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে আদি ও অকৃত্রিম থাই খাবার পরিবেশন করা হয় এখানে। দৃষ্টিনন্দন একটি পদ্মপুকুরের কারণে রেস্তরাঁটির সৌন্দর্য পেয়েছে ভিন্ন এক মাত্রা। খোলামেলা উন্মুক্ত উঁচু জায়গা থেকে পানির এ দৃশ্য বাড়তি শিহরণ যোগাবে। তারচেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হলো, এখানে এমন এক আ লা কার্তে মেনু আছে যাতে গোটা থাইল্যান্ডের সমস্ত সুস্বাদু খাবারগুলো বাছাই করার সুযোগ রয়েছে।
১৯৯১ সালে দ্য সুকোথাই ব্যাঙ্কক হোটেল চালু হওয়ার সময়ই রেস্তরাঁটি খোলা হয়। শুরু থেকেই জনপ্রিয়তা কুড়োতে শুরু করে রেস্তরাঁটি। সেলাডনের দ্বিতীয় প্রধান নির্বাহী শেফ চ্যামলং পিউথাইসং জানালেন, এ রেস্তরাঁয় প্রত্যেকটি খাবারের স্বাদ শুরুতে যেমন ছিল এখনও ঠিক তেমনই আছে। “আমরা একদম খাঁটি থাই রেসিপি ব্যবহার করি এবং খাবার ও সেবার সর্বোচ্চ গুণগত মান বজায় রাখি। এমনকি আজ পর্যন্ত আমরা আমাদের রন্ধনপ্রণালীকে সবচেয়ে সাধারণ অথচ রুচিশীলভাবে উপস্থাপন করে আসছি।”
মনোমুগ্ধকর ভোজ
পুরো থাইল্যান্ডের সবচেয়ে দারুণ খাবারগুলোর সন্নিবেশ করা হয়েছে একটি বিস্তৃত আ লা কার্তে মেনুতে। খাবারগুলো এমনভাবে রান্না করা হয় ঠিক যেভাবে যুগের পর যুগ রান্না করা হয়ে আসছে। খাবারের তালিকায় রয়েছে স্টিমড থাই ডাম্পলিং, ঐতিহ্যবাহী ফ্রাইড রাইস নুডলস, ল্যাম্ব ইন মুসামান কারি এবং আরও অনেক কিছু। শেফের মতে, বিভিন্ন উপকরণের সংমিশ্রণের ওপর যথেষ্ট জ্ঞান খাটিয়েই সেলাডনে খাবার তৈরি করা হয়। তিনি বলেন, “আমাদের থাই খাবারগুলোতে বিস্তৃত পরিসরের স্বাদ খুঁজে পাওয়া যাবে। এতে আছে একেবারে অনন্য সব মশলা এবং সস যা বেশিরভাগ অতিথিকেই উল্লসিত করে। একইসঙ্গে, স্বাস্থ্যকর রন্ধনপ্রণালীতে জোর দেওয়ার পাশাপাশি মনোমুগ্ধকর সব নতুন স্বাদের পরিবেশনার কারণে আমরা অনেক অনুগত গ্রাহক পেয়েছি।”দেখুন আর অনুভব করুন
ঐতিহ্যবাহী থাই প্যাভিলিয়নের মাঝে পদ্মপুকুরের চারপাশে উঁচু ও খোলামেলা জায়গায় স্থাপিত কাদামাটির ভাস্কর্য ও চিরায়ত ঘরানার টাইলসের তৈরি রেস্তরাঁটি এককথায় চমৎকার। একটি আরামদায়ক, সমসাময়িক ও অভিজাত আবহ ফুটিয়ে তুলতে রেস্তরাঁটির নির্মাণশৈলীতে কাঠ, কাচ ও কাদামাটির সন্নিবেশ ঘটানো হয়েছে। শেফ পিউথাইসংয়ের মতে, রেস্তরাঁটি মূলত অভ্যন্তরীণ অতিথিদেরকেই আকর্ষণ করে বেশি, যারা একদম খাঁটি থাই স্বাদ পেতে চান এবং যা ব্যাঙ্ককে একেবারেই দুর্লভ। স্থানীয় ও বিদেশি পর্যটকদের কাছেও সেলাডন জনপ্রিয়, যারা কিনা শহরের মধ্যে বিশুদ্ধ পরিবেশে সবচেয়ে চমৎকার ঐতিহ্যবাহী রন্ধনশৈলীর স্বাদ পেতে চান।সবুজ ভেষজ বাগান
রেস্তরাঁটির আরেকটি বড় আকর্ষণ হলো এর ভেতর গড়ে ওঠা সরস ভেষজ বাগান। বিকেলটাকে স্মরণীয় করে রাখার যুৎসই আয়োজন রয়েছে এখানে। শেফ বললেন, “এখানে একটি বিশেষ রাতের খাবার পরিবেশন করা হয়। বাগানটিতে সুগন্ধী ভেষজ ও মশলার গাছ রয়েছে। ঐতিহ্যগত থাই বাদ্যযন্ত্রের সঙ্গীত শোনার পাশাপাশি অতিথিরা এখানে চাইলে তাদের টেবিলে একজন শেফের নির্দেশনামতো ব্যক্তিগত খানসামার সাহায্যে সেবা পেতে পারেন।”Monday, August 17, 2015
Spiritual Sylhet
If there is any place in Bangladesh
where beauty meets spirituality then it has to be Sylhet
From the
early Sufi saints to the modern day travellers, people have been enthralled by
the beauty of Sylhet for hundreds of years. Situated in the northeast corner of
the country Sylhet is a traveller’s dream come true with countless hilly
rivers, undulating landscape and numerous forest lands. And since the sufi days
have gone, the shrine of the Sufis themselves have become a pilgrim’s
attraction. While the city itself is a beauty in itself, you will be surprised
to discover many other exciting places by stepping outside the city and
exploring the nearby areas for a couple of days.
Spiritually inclined
Hazrat Shah
Jalal (R) was a saint whose name is associated with the Muslim conquest of
Sylhet in early 14th century. His shrine, one of the most visited pilgrimage
sites, is not very far from the city center. The compound includes the tomb of
the saint, a newly built large mosque and a pond filled with catfish which are
fed by pilgrims and is considered a sacred act. Every day thousands of people
from every corner of the country visit the shrine. After evening when the tomb
is lit up with candles and the rich designs on its brocade shimmer in the dark
the visitors easily get elevated to a plateau of spirituality from the harsh
reality.
Heading into the forest
In recent
times, Ratargul Swamp Forest has become one of the tourist hot spots. A
vegetated wetland some 20 km northeast to Sylhet, it is country’s only one such
kind of forest. For most time of the year it remains inundated under 4-5 feet
water which comes from the adjacent Goain river, which rises upto 15 feet above
ground during rainy season. A boat ride along with a swim in the Goain River is
highly enjoyable.
Lawachara Reserve
Forest is one of the last refuges of the country’s shrinking rain forests. A
major national park of the country, Lawachara Rainforest, is also a nature
reserve. Situated some 60 km south of the Sylhet at Sreemongol thana
(sub-district) in Moulvibazaar district, the forest covers an area of
approximately 1,200 ha. The forest is adjacent to the famous rolling hills of
the tea plantations of Sreemongol and hence the terrain of the forest itself is
also undulating and full of small hillocks locally known as ‘Tila’. Home to
some of the endangered mammals, the forest is known for the hoolock gibbons, more
than 200 bird species and several species of orchids. It is just two and a half
hour by road from Sylhet, and should be explored.
Tea plantations
Sylhet is
called the land of tea. So it is no surprise that the whole region abounds in
countless tea gardens. A visitor to a tea garden will be enchanted by the
picturesquely terraced tea plants on the small hillocks and hills. Occasionally,
visitors will be allowed to watch the tea making process in the factory located
here. While the choices are many, the Sreemongol Moulvibazaar region has perhaps
the most beautiful tea gardens which are within walking distance from the
Sylhet city centre. It can be visited as a side trip during a visit to the Lawachara
rain forest or you can simply spend one whole day.
Inviting ecology
Haor - a
wetland ecological system - is known for its spectacular features. There are
several such haors in Sylhet division. Tanguar haor is among the largest and
most beautiful ones. Declared a Ramsar site, the haor plays a vital role in the
fish production by functioning as a natural fishery. During winters, it
welcomes some 200 species of migratory birds. To get the haor in its full glory
one should visit it during the monsoons. Approx. 3000 ha area goes under
several feet of water and the small village homes seem like tiny islands in the
vast expanse of water. The haor is located in Sunamganj district and encompass
two thanas: Dharampasha and Tahirpur. The area is well connected from sylhet by
road.
পারলৌকিক সিলেট
বাংলাদেশে যদি এমন কোনো জায়গা থেকে থাকে যেখানে সৌন্দর্যের সঙ্গে আধ্যাত্মিকতার মিলন ঘটেছে, তবে সেটা হবে সিলেট।আগেকার দিনের সুফি সাধক থেকে শুরু করে আজকের দিনের আধুনিক পর্যটক পর্যন্ত, শত শত বছর ধরে সিলেটের সৌন্দর্যে বিমোহীত হয়ে চলেছে মানুষ। দেশের উত্তরপূর্বে অবস্থিত সিলেট শহরটি এর পাহাড়ি নদী, ঢেউ খেলানো প্রাকৃতিক ভূচিত্র এবং অগণিত বনভূমি দিয়ে যেকোনো ভ্রমণকারীর স্বপ্ন সত্যি করে তুলবে। সুফিদের দিন গত হলেও তাদের জন্য তৈরি মাজারগুলো এখনও পূণ্যার্থীদের কাছে মূল আকর্ষণ হিসেবে রয়ে গেছে। আর যদিও শহরটা নিজেই এক অপরিসীম সৌন্দর্যের আধার, তারপরও আপনি গুটিকয়েক দিনের জন্য শহর ছেড়ে বাইরে চষে বেড়িয়ে চমৎকার সব জায়গা খুঁজে পেয়ে পদে পদে বিস্মিত হবেন।
আধ্যাত্মিকভাবে অনুরক্ত
হযরত শাহ জালাল (রহ.) ছিলেন এমন এক সুফি দরবেশ, চতুর্দশ শতকে মুসলমানদের সিলেট বিজয়ের সঙ্গে যার নাম জড়িয়ে আছে ওতোপ্রতোভাবে। দেশের সব মাজারের মধ্যে তার মাজারটিই সবচেয়ে বেশি দর্শনলাভ করে, আর ওটা শহরের কেন্দ্র থেকে খুব একটা দূরে নয়। ভবনটিতে রয়েছে সুফি দরবেশের সমাধি, সদ্য নির্মিত একটি বড় মসজিদ ও গজার মাছে ভর্তি একটি পুকুর। পূণ্যার্থীরাই ওগুলোকে খাবার দেয় এবং এই খাবার প্রদানকে একটি পবিত্র কাজ হিসেবে গণ্য করা হয়। প্রতিদিনই দেশের নানা প্রান্ত থেকে হাজার হাজার মানুষ আসে এ মাজারের দর্শন লাভ করতে। সন্ধ্যা হতেই সমাধিটা মোমবাতির আলোয় প্রজ্জ্বলিত হয়ে ওঠে এবং যখন এর কিংখাবে থাকা নিপুন কারুকাজগুলো অন্ধকারে জ্বলজ্বল করতে থাকে, ঠিক তখনই দর্শনার্থীরা চাইলে খুব সহজেই আশপাশের কঠিন বাস্তবতার জগৎ থেকে এক মুহূর্তে আধ্যাত্মবাদের শিখরে পৌঁছে চলে যেতে পারে।জঙ্গলের পথে যাত্রা
সাম্প্রতিক সময়ে রাতারগুল জলা বনটি পর্যটকদের কাছে একটি অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে। সিলেটের উত্তর-পূর্বে ২০ কিলোমিটার দূরে অবস্থিত সবুজ গাছগাছালিতে ছাওয়া এ জঙ্গলটি দেশের অন্য সকল জঙ্গলের মধ্যে অনন্য। বছরের বেশিরভাগ সময় এটি ৪-৫ ফুট পানির নিচে নিমজ্জিত থাকে, আর এই পানিটা আসে পার্শ্ববর্তী গোয়াইন নদী থেকে। বর্ষার মৌসুমে এ নদীর পানি ভূমি থেকে প্রায় ১৫ ফুট পর্যন্ত উপরে উঠে যায়। গোয়াইন নদীতে নৌকায় চড়া ও এর পাশাপাশি সাঁতার কাটা হতে পারে দারুণ উপভোগ্য।লাউয়াছড়া সংরক্ষিত বনাঞ্চলকে বলা হয় দেশের ক্ষয়িষ্ণু রেইন ফরেস্টের সর্বশেষ আশ্রয়স্থল। দেশের সবচেয়ে বড় জাতীয় উদ্যান এই লাউয়াছড়া রেইন ফরেস্ট। পাশাপাশি এটাকে একটি প্রাকৃতিক অভয়ারণ্যও বলা হয়। সিলেটের ৬০ কিলোমিটার দক্ষিণে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানায় (সাব-জেলা) এর অবস্থান। প্রায় ১২০০ হেক্টর এলাকা জুড়ে ছড়িয়ে আছে এই জঙ্গল। শ্রীমঙ্গলের নয়নাভিরাম ঢেউ খেলানো পাহাড়ের ওপর গড়ে ওঠা চা বাগানের পাশেই এই জঙ্গল। তাই এই জঙ্গলটির ভূগঠনও উঁচু-নিচু এবং অনেকগুলো ক্ষুদে পাহাড় ও চড়াই উৎরাইতে ভরপুর, স্থানীয়ভাবে যেগুলোকে ‘টিলা’ বলে ডাকা হয়। কয়েকটি বিপন্ন স্তন্যপায়ীর অভয়ারণ্য হওয়ার পাশাপাশি এই জঙ্গলে রয়েছে হুলুক প্রজাতির উল্লুক, অন্তত ২০০ প্রজাতির পাখি এবং অগণিত প্রজাতির অর্কিড। সিলেট থেকে সড়কপথে এ জঙ্গল মাত্র আড়াই ঘণ্টার পথ এবং এখানে অবশ্যই ঘুরতে যাওয়া উচিৎ।
চা বাগান
সিলেট বিভাগকে বলা হয় চায়ের ভূমি। আর তাই গোটা শহরজুড়ে যে অসংখ্য চা বাগান থাকবেই তাতে বিস্ময়ের কিছু নয়। ছোট ছোট পাহাড় ও টিলার ওপর উঁচু করে বানানো চা বাগানের নান্দনিক দৃশ্যপট দেখে যে কোনো দর্শকের মন পুলকিত হবে। বিশেষ কোনো উপলক্ষে এখানকার কারখানাগুলোতে গিয়ে পর্যটকরা চা বানানোর প্রক্রিয়াটাও দেখতে পায়। দেখার মতো যদিও অনেক কিছুই আছে, তথাপি শ্রীমঙ্গল ও মৌলভীবাজারের চা বাগানগুলোই সবচেয়ে বেশি সুন্দর, আর এগুলো দেখতে সিলেট শহরের প্রাণকেন্দ্র থেকে হেঁটেই যাওয়া যায়। আবার আপনি চাইলে লাউয়াছড়া রেইন ফরেস্ট দেখতে যাওয়ার পথেই আনিন্দ্য সুন্দর চা বাগানগুলো দেখে যেতে পারেন অথবা সেখানে কাটিয়ে দিতে পারেন আস্ত একটি দিন।বাস্তুসংস্থানের আহ্বানে
জলাভূমির বাস্তুসংস্থান হিসেবে বিভিন্ন দৃষ্টিনন্দন বৈশিষ্ট্যের কারণে হাওর বেশ সুপরিচিত। সিলেট বিভাগে এ ধরনের বেশ কিছু হাওর আছে। আর এর মধ্যে সবচেয়ে বড় ও সবচেয়ে সুন্দর হাওর বলা যায় টাঙ্গুয়ার হাওরকে। সংরক্ষিত অঞ্চল ঘোষিত এই হাওরটি মাছের প্রাকৃতিক প্রজননক্ষেত্র হিসেবে মাছের উৎপাদনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। শীতের সময় প্রায় ২০০ প্রজাতির পাখিকে স্বাগত জানায় এ হাওর। আর হাওরের সৌন্দর্য পুরোমাত্রায় উপভোগ করতে আসা উচিৎ বর্ষার প্রারম্ভিক মৌসুমে। এখানকার প্রায় ৩০০০ হেক্টর এলাকা ডুবে আছে জলের তলায়। আর চারপাশের থৈ থৈ পানিবেষ্টিত ছোটখাটো গ্রামের ভেতর দাঁড়িয়ে থাকা বাড়িগুলোকে দেখে মনে হবে যেন একেকটা খুদে দ্বীপ। হাওরটি সুনামগঞ্জ জেলায় পড়েছে। ধর্মপাশা ও তাহিরপুর থানা পর্যন্ত গড়িয়েছে হাওরটি। আর এ শহরগুলো সিলেটের সঙ্গে সড়কপথে ভালমতোই যুক্ত।Graphically yours!
Graphic novels are evolving with each passing day with a new
line of art, content pattern and overall presentation that attract people of all
ages
We
all have grown up reading comic books. Probably that was the only thing I read
without much fuss. Even now, going back to those old paper feel brings joy to
me. That is the charm of a comical representation of a story. But time has
changed now. We all have grown up. And so have the unique comic characters
which speak less and express more… that is the age of graphic novels; dark, undertone,
and at times, surfacing the sub-culture of the society we live in.
Special events are held to
celebrate this graphical art form. Barbara Chamberlin, Senior Lecturer,
University of Brighton teaches a module called ‘Reading the Graphic Novel’ to undergraduates
on English Language, Media, Literature and Film and Screen Studies degrees. She
is also currently curating an event in May 2014, which celebrates comics in
Brighton. According to her, a 'graphic novel' is under much scholarly and
artistic debate. “It can be seen as an extended comic, stories told using
combinations of sequential images and text working together to create a
narrative,” she informs. Jason Quinn, Head –
Creative Content, Campfire Graphic Novels in India says that graphic
novels are generally self-contained and its interest in the Indian subcontinent
is building up. “‘A Contract with God’ by Will Eisner in the late ’70s was a serious work of art. Before
that people would think about the graphic novels as a waste of time. But from
there, I assume, people started taking this art seriously. ‘The Dark Knight
Returns’ by Frank Miller and Alan Moore’s Watchmen are also quite intriguing,”
he recalls.
The interest could be gauged by the recent Massive Open Online
Course (MOOC) on comics which was attended by over 40,000 people worldwide. In today’s context, a copy writer has to sync well
with the illustrator to bring about a quality work. “They act as a team and a
project on graphic novel can very well take a complete year, which is quite
demanding. The hard efforts are now getting recognised which is a good sign for
this industry and visibly, all major publication groups are venturing into this
field. It is certainly the future,” Quinn says.
Growing interest
Graphic
novels have created its own niche audience who are ardent followers of the new
trends, characters and activities going on in the world without having to read at
all. Reading, to an extent, is a passé. It has the ability to engross all age
groups offering them a distinct world of illusions and imaginations. Graphic
novels would tend to have more mature themes than comics and are thicker just
like regular novels. Campfire has now gained a reputation of producing some
interesting graphic novels and is getting demands for more. Events like
ComicCon International have certainly helped a lot in generating awareness about
it.
Comic-Con International is considered as the Mecca
for the lovers of this art form. David Glanzer,
Director of Marketing and Public Relations for the event, says, “We also
have a sister show WonderCon Anaheim that we are preparing for. The fun aspect
of both Comic-Con International and WonderCon is that we feature a diversity of
exhibitors as well as programming.” Here, attendees to both shows can find out
the inner workings of a variety of artistic endeavours directly from the
premier individuals in those fields.
Evolving characteristics
Subtlety,
serious literatures have taken over as the subject for graphic novels. Quinn
explains, “The way Japanese have used subjects in their graphic novels tell us
about an interesting trend. They have comics on every subject; from gardening
to real life instances to fiction. I believe, graphic novels are slowly getting
there where all subjects will be delved into. We have also done books on Mother
Teresa, Steve Jobs and other historical subjects.” However, Chamberlin informs, the recent trends show that
writers are exploring new areas such as comics journalism, graphic medicine and memoir. “Graphic novels are aimed at children (and
research has indicated how comics can facilitate learning to read, understanding
school curricula, even learning another language) but a growing area of graphic
novel writing is very much aimed at an adult market,” she adds.
Existing since 1970, Comic-Con originally focused on
creating interest on comic art, fantasy literature and movies. “These were
areas of art that we felt didn't receive as much recognition as they probably
should. We are happy that over the years, movies, fantasy literature and of
course, comics are being recognised for their artistic achievements as well as
their entertainment value,” remarks Glanzer.
Growing popularity
Graphic novels and comics is a
burgeoning area of academic study across a wide range of disciplines. The use
of text and images create narratives to tell stories in a way no other medium
can. Graphic novels are
frequently being adapted into films (consider the number of superhero films in
recent years), other, less obvious adaptations, into TV series or is literature
adapted into comics form. There is also a strong link between comics and gaming,
Chamberlin says.
With latest technologies, the scope
is growing. “Clearly, digital publishing creates almost infinite possibilities
with graphic novels. However, the market for tangible hard copies exists, where
the reading experience is different and for some, like myself, is so much more
pleasurable and real,” she argues. On the other hand, Quinn says, “Mobile technology is certainly taking the story forward
as it is much more accessible. I am comic book fan myself and online option is
great. At the same time, the conventional aspect will continue nevertheless.”
“Graphic novels are more serious with limited
text. That said the first step towards graphic novels certainly goes through
the world of comics,” Quinn remarks. And thus, graphic novels just prove that the
saying - ‘pictures tell a story’ - is true to the core. You can tell a story
with limited or no words at all.
গ্রাফিক্যালি আপনার!
একটি করে দিন যাচ্ছে, আর বিবর্তনের ধারায় বদলে যাচ্ছে গ্রাফিক উপন্যাস। একটি করে নতুন রেখা, মালমশলার নতুন বিন্যাস ও সর্বোপরি বদলে যাচ্ছে উপস্থাপনের ধরন, যা আকৃষ্ট করছে সব বয়সী পাঠকদের।আমাদের প্রায় প্রত্যেকেই কমিক বই পড়ে বড় হয়েছি। সম্ভবত ওটাই ছিল একমাত্র বস্তু যা পড়তে আমাকে খুব একটা ব্যতিব্যস্ত হতে হয়নি। এমনকি এখনও, পুরনো সেই বইগুলোর কাছে ফিরে গেলে আমার আনন্দগুলো যেন বারবার ফিরে আসে। আর একটি গল্পকে কমিক আকারে উপস্থাপনের মূল শিহরণটা লুকিয়ে আছে এখানেই। কিন্তু সময় এখন বদলে গেছে। আমরা সকলেই বড় হয়ে গেছি। আর একইসঙ্গে সেই কমিক চরিত্রগুলোও বদলে গেছে, তারা এখন কথা বলে কম, প্রকাশ করে বেশি... আর এটাই হলো গ্রাফিক উপন্যাসের যুগ; যার পরতে পরতে আছে কিছু আঁধার, মৃদু স্বর এবং প্রায় সব সময়ই এগুলো আমাদের সেই সমাজের উপ-সংস্কৃতির আবরণটাকে তুলে আনে; যে সমাজে আমরা বাস করছি।
এ ধরনের গ্রাফিক্যাল শিল্পের ধরনটাকে উপভোগ করতে বিশেষ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। ইউনিভার্সিটি অব ব্রাইটনের সিনিয়র প্রভাষক বারবারা চ্যাম্বারলিন ইংরেজি ভাষা, গণমাধ্যম, সাহিত্য, চলচ্চিত্র ও চিত্রনাট্য বিভাগের ডিগ্রিপ্রার্থী ¯œাতক শিক্ষার্থীদের একটি বিশেষ বিষয়ে পাঠদান করেন যার নাম ‘রিডিং দ্য গ্রাফিক নভেল (গ্রাফিক উপন্যাস পাঠ)’। ২০১৪ সালের মে মাসে ব্রাইটনে কমিকস নিয়ে অনুষ্ঠিতব্য একটি অনুষ্ঠানের আয়োজক হিসেবেও কাজ করতে যাচ্ছেন তিনি। তার মতে, একটি ‘গ্রাফিক উপন্যাস’ সব সময় পা-িত্য ও শৈল্পিক তর্কের অধীনে থাকে। তিনি আরও জানালেন, “এটাকে একটি বিস্তৃত পরিসরে ছড়ানো কমিক হিসেবে দেখা যেতে পারে, যেখানে বিভিন্ন ছবির ধারবাহিক উপস্থাপন ও শব্দ ব্যবহার করে গল্প বলার মাধ্যমে একটি ধারাবর্ণনা তৈরি করা হয়।” ভারতের ক্যাম্পফায়ার গ্রাফিক নভেল প্রতিষ্ঠানের ক্রিয়েটিভ কনটেন্ট বিভাগের প্রধান জ্যাসন কুইন জানালেন, গ্রাফিক উপন্যাস সাধারণত স্বয়ংসম্পূর্ণ এবং ভারতীয় উপমহাদেশে এর জনপ্রিয়তা ধীরে ধীরে গড়ে উঠছে। তিনি আরও স্মরণ করলেন, “৭০-এর দশকের শেষ ভাগে উইল আইজনারের লেখা “আ কনট্রাক্ট উইথ গড (ঈশ্বরের সঙ্গে একটি চুক্তি)” ছিল একটি গুরুত্বপূর্ণ শিল্পকর্ম। তার আগে মানুষ গ্রাফিক উপন্যাসকে সময় নষ্ট ছাড়া আর কিছু মনে করতো না। কিন্তু আমার ধারণা তখন থেকেই মানুষ এই শিল্পটিকে গুরুত্বের সঙ্গে নিতে শুরু করেছে। ফ্র্যাঙ্ক মিলারের ‘দ্য ডার্ক নাইট রিটার্নস’ ও অ্যালান মুরের ‘ওয়াচম্যান’ও বেশ কৌতুহল উদ্দীপক।
কমিকসের প্রতি আগ্রহটা মাপার জন্য সাম্প্রতিক ‘ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স (এমওওসি)’ই যথেষ্ট, যে কোর্সে সারা বিশ্ব থেকে ৪০ হাজারেরও বেশি লোক অংশ নিয়েছে। আজকের দিনের প্রেক্ষাপটে, গুণগত মানের উৎকর্ষের জন্য একজন চিত্রনাট্য লেখককে (কপিরাইটার) অবশ্যই অংকন শিল্পীর সঙ্গে ভালো মতো তাল মেলাতে হয়। কুইন আরো জানালেন, “তারা একটি দলের মতোই কাজ করে। আর পূর্ণাঙ্গভাবে একটি গ্রাফিক উপন্যাস তৈরিতে পুরোপুরি এক বছর লাগবেই। আর এ সময়টা আসলেই জরুরি। এই কঠোর প্রচেষ্টা এখন স্বীকৃতি পাচ্ছে এবং তা এই শিল্পের জন্য একটি ভাল সংকেত এবং দৃশ্যত প্রায় সকল বড় প্রকাশনী সংস্থাগুলো এখন এই বিষয়টাকে নেড়েচেড়ে দেখার কথা ভাবছে। অবশ্যই ভবিষ্যৎ এর মাঝেই লুকিয়ে আছে।”
ক্রমবর্ধমান আগ্রহ
গ্রাফিক উপন্যাস তার নিজস্ব প্রকৃত গ্রাহক তৈরি করতে পেরেছে, যারা কিনা উদ্দীপনার সঙ্গে নতুন যে কোনো প্রবণতা, চরিত্র ও বিশ্বে চলমান ঘটনাপ্রবাহের অনুসরণ করতে থাকে এবং যে কাজটার জন্য তাদের হয়তো একটুও পড়তে হয় না। ‘পড়া’ বিষয়টিকে একটা পর্যায়ে মনে হবে যেন বিগতযৌবনা। একটি সুনির্দিষ্ট যাদুমন্ত্র ও কল্পনার জগত তুলে ধরার মাধ্যমে সব বয়সী গোষ্ঠীকে কাছে টেনে আনার সামর্থ রয়েছে গ্রাফিক উপন্যাসের। এ ছাড়া কমিকের চেয়ে গ্রাফিক উপন্যাসের বিষয়বস্তু আরও পরিপক্ক হয়ে থাকে। আবার সাধারণ বইয়ের চেয়ে এর পুরুত্বও বেশি হয়। মজার ও আগ্রহোদ্দীপক গ্রাফিক উপন্যাস তৈরি করে ক্যাম্পফায়ার এরই মধ্যে বেশ জনপ্রিয়তা কুড়িয়েছে এবং এর চাহিদা ক্রমে বাড়ছেই। কমিক-কন ইন্টারন্যাশনাল-এর মতো আয়োজনগুলোও এর প্রতি আগ্রহ তৈরিতে নিঃসন্দেহে বেশ বড় ভূমিকা রেখেছে।
এই ধরনের শিল্পের যারা ভক্ত, তাদের কাছে কমিক-কন ইন্টারন্যাশনাল হলো অনেকটা মক্কার মতো। এই উৎসবের গণযোগাযোগ ও বাজারজাতকরণ বিভাগের পরিচালক ডেভিড গ্লেনজারের মতে, “এর ভেতরে আমাদের আরেকটি বাড়তি প্রদর্শনীও আছে, যার নাম ওয়ান্ডারকন অ্যানাহেইম। আমরা ওটার জন্য প্রস্তুতি নিচ্ছি। কমিক-কন ও ওয়ান্ডারকন দুটো উৎসবের মজার দিকটা হলো আমরা বেশ কিছু বৈচিত্র্যপূর্ণ প্রদর্শনের পাশাপাশি প্রোগ্রামিংও দেখাই।” এখানে দুটো উৎসবেই অংশগ্রহণকারীরা এই বিষয়ে সেরা লোকগুলোর কাছ থেকে সরাসরি বিভিন্ন কাজের বৈচিত্র্যে ভরা শৈল্পিক প্রচেষ্টার নেপথ্যের বিষয়গুলো উদঘাটন করতে পারবে।
চরিত্রের বিবর্তন
বলা যায়, বেশ সূক্ষ্মভাবেই গ্রাফিক উপন্যাসের বিষয় হিসেবে রাশভারী সাহিত্যের উপকরণই নেয়া হয়েছে। কুইন ব্যাখ্যা করে জানালেন, “জাপানিরা তাদের গ্রাফিক উপন্যাসে যে বিষয়গুলো তুলে আনে, সেগুলো আমাদেরকে একটি মজার প্রবণতার জানান দেয়। প্রায় প্রতিটি বিষয়েই তাদের কমিকস রয়েছে; বাগান করা থেকে শুরু করে বাস্তবিক জীবনের ঘটনা ও কল্পকাহিনী পর্যন্ত। আমরা মাদার তেরেসা, স্টিভ জবসসহ আরো অনেক ঐতিহাসিক বিষয়ের ওপর বই প্রকাশ করেছি।” তথাপি চ্যাম্বারলিন জানালেন, সাম্প্রতিক প্রবণতার দিকে তাকালে দেখা যাবে লেখকরা এখন নতুন নতুন ক্ষেত্র যেমন কমিকস সাংবাদিকতা, গ্রাফিক ওষুধ ও স্মৃতিকথার মতো বিষয়গুলোতে ঢুঁ মারছে। তিনি আরও যোগ করলেন, “গ্রাফিক উপন্যাসগুলো শিশুদের লক্ষ্য করেই তৈরি করা হয় (আর গবেষণায় দেখা গেছে পড়ার ক্ষেত্রে, স্কুলের পাঠসূচি আত্মস্থ করতে এমনকি অন্য একটি ভাষা শিখতেও কমিকস কতটা সাহায্য করতে পারে), কিন্তু প্রাপ্ত বয়স্কদের বাজার লক্ষ্য করেও বড় পরিসরে তৈরি হচ্ছে গ্রাফিক উপন্যাস।”
১৯৭০ সালে শুরু হওয়ার পর থেকে কমিক শিল্প, কল্প সাহিত্য ও সিনেমায় আগ্রহ তৈরির প্রতিই মনোনিবেশ করেছিল কমিক-কন। গ্ল্যানজার জানালেন, “ আমরা অনুভব করেছি যে, শিল্পের এমন কিছু শাখা এখানে রয়েছে যেগুলো তাদের কাক্সিক্ষত মনযোগ পায়নি। আমরা এটা জেনে খুশি যে, কয়েক বছরের ব্যবধানে শৈল্পিক অর্জন ও পরিবেশগত মূল্যের খাতিরে সিনেমা, কল্প সাহিত্য এবং অবশ্যই কমিকসগুলো কাক্সিক্ষত স্বীকৃতি পেয়েছে।”
ক্রমবর্ধমান জনপ্রিয়তা
চ্যাম্বারলিন জানালেন, এই সময়ে গ্রাফিক উপন্যাস ও কমিকস নিয়ে একটি বিস্তৃত পরিসরে প্রাতিষ্ঠানিক গবেষণা ক্রমান্বয়ে শুরু হচ্ছে। ছবির সঙ্গে শব্দ জুড়ে দিয়ে একটি ধারাবর্ণনা তৈরি করে করে গল্প সাজানো আর কোনো মাধ্যমে সম্ভব হয় না। গ্রাফিক উপন্যাস থেকে প্রতিনিয়তই চলচ্চিত্র তৈরি হচ্ছে (সাম্প্রতিক সময়ের সুপারহিরো সিনেমাগুলোর কথাই ধরুন), এ ছাড়াও যেগুলো কিছুটা কম চোখে পড়বে সেগুলো হলো গ্রাফিক উপন্যাস থেকে টিভি সিরিজ তৈরি অথবা পুরোদস্তুর সাহিত্যকে কমিকসে রূপান্তর করা। আবার কমিকস ও গেম-এর মধ্যেও একটা শক্ত যোগাযোগ রয়েছে।
আধুনিক প্রযুক্তির সাহায্যে সুযোগটা ক্রমশ বাড়ছে। তিনি আরও বললেন, “এটা পরিষ্কার যে, ডিজিটাল প্রকাশনা প্রযুক্তির কারণে গ্রাফিক উপন্যাস তৈরিতে অগণিত সম্ভাবনা তৈরি হচ্ছে। তথাপি, ধরাছোঁয়ার মধ্যে থাকা হার্ড কপির বাজার এখনও টিকে আছে, যেখানে পড়ার অভিজ্ঞতাটা একেবারেই আলাদা এবং আমার মতো পাঠকের জন্য এটা খুবই আনন্দদায়ক ও বেশ বাস্তবিক।” অপরদিকে কুইন বললেন, “এই গল্পটাকে এগিয়ে নিতে মোবাইল প্রযুক্তির অবদান রয়েছে কেননা, এটি সবার হাতের নাগালে আছে। আমি নিজে কমিক বইয়ের ভক্ত এবং অনলাইনে পড়ার সুযোগটা বেশ দারুন। তবে যাই ঘটুক না কেন পাশাপাশি পুরনো ধাঁচটাও টিকে থাকবে।”
কুইন মন্তব্য করেন, “অল্প শব্দে তৈরি গ্রাফিক উপন্যাস আরও বেশি রাশভারী হয়ে থাকে। এটাও বলা হয় যে গ্রাফিক উপন্যাসের প্রথম পদক্ষেপটা নিঃসন্দেহে কমিকসের দুনিয়ার ভেতর দিয়েই যেতে হয়।” আর তাই, গ্রাফিক উপন্যাস এ প্রবাদটাকে সত্য প্রমাণ করে যে, ‘ছবি কথা বলে’। এটা আসলেই অন্তঃস্থল থেকে সত্য। অল্প কিছু শব্দ অথবা কোনো শব্দ ছাড়াই চাইলে আপনি একটা গল্প বলতে পারেন।
Arabian Wildlife Park, River Race in London and many more
Luxury in the Arabian Wildlife Park
Anantara Hotels,
Resorts & Spas’ newest Abu Dhabi island hideaway, Anantara Sir Bani Yas
Island Al Sahel Villa Resort, offers an unrivalled blend of rustic luxury,
natural and breathtaking wildlife
encounters.
One can pick one of
the 30 luxury rustic villas that are surrounded by salt dome hilltops and lush
grass savannah. Three accommodation types invite couples to romanticise in a
One Bedroom Villa or to indulge in a larger One Bedroom Pool Villa with
separate lounge and dining spaces, as well as a personal plunge pool. These are
located on the island’s eastern shore that reveals all of the desert island’s
intriguing natural contrasts.
River Race in London
The banks of the river
Thames will again be brimming with spectators for the annual River Race on
March 29, 2014. The annual event now sees hundreds of boats, each manned by
eight men, row over the 6.8 km championship course from Mortlake to Putney.
This historic race was started in 1926 by Cambridge and Tideway oarsman Steve
Fairbairn and continues to draw interests of crews from all over the world.
You can see the crews
off from Chiswick Bridge, cheer them on from Barnes Bridge as they gather pace,
or see the crews approach from the busy Hammersmith Bridge or find yourself a
spot on the river banks along the course to enjoy the event.
Performing arts in Hong Kong
Hong Kong Arts
Festival Society is organising one of the pinnacles of Hong Kong's performing
arts events, which will showcase Asia's top talents alongside leading artists
from around the world. The festival's broad spectrum of events pitches to a
wide range of appetites, from the classical, to the avant-garde, to the
electrifying. For 2014, five nominees for this year's Grammy Awards, plus
internationally-renowned choreographers, will perform and makes it a treat for
music lovers to catch the action.
Date: 18 February to
22 March
E-mail: afemail@hkaf.org
আরব ওয়াইল্ডলাইফ পার্কে বিলাসিতা
আনানতারা হোটেলস, রিসোর্টস অ্যান্ড স্পা-র আবুধাবি দ্বীপের সবচেয়ে নতুন ও নির্জন আশ্রয় আনানতারা স্যার বনি ইয়াস আইল্যান্ড আল সাহেল ভিলা রিসোর্ট তুলে ধরেছে গ্রাম্য বিলাসিতা, প্রাকৃতিক প্রশান্তি ও শ্বাস রুদ্ধকর বন্যপ্রাণীর সাক্ষাৎ লাভের প্রস্তাব।যে কেউ চাইলে এখানকার ৩০টি সাধাসিধে গ্রামীণ ভিলা বেছে নিতে পারবে যেগুলো কিনা লবণের ডোমওয়ালা পাহাড়চূড়া ও বৃক্ষহীন তৃণভূমি দ্বারা পরিবেষ্টিত। দম্পতিদের আবেগঘন মুহূর্ত কাটানোর জন্য আছে তিন ধরনের শোবার ব্যবস্থা। যার মধ্যে রয়েছে এক কক্ষবিশিষ্ট ভিলা, অথবা পৃথক লাউঞ্জ ও ডাইনিং স্পেস সহকারে অপেক্ষাকৃত বড় আকারের শয়নকক্ষ বিশিষ্ট পুল ভিলা। এতে আবার একটি একান্ত ব্যক্তিগত নিমজ্জন পুলও থাকছে। এগুলো দ্বীপটির পূর্ব উপকূলের দিকে অবস্থিত যা মরু দ্বীপটির গোপন প্রাকৃতিক বৈপরীত্যের সমস্ত কিছুই উন্মুক্ত করে দেয়।
লন্ডনে নৌকা বাইচ
থেমস নদীর তীর আবারও দর্শকদের ভিড়ে উদ্বেলিত হতে যাচ্ছে, কেননা, ২০১৪ সালের মার্চের ২৯ তারিখ সেখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে বার্ষিক রিভার রেইস। বাৎসরিক এ প্রতিযোগিতায় এবার দেখা যাবে শত শত নৌকা, যার প্রতিটিতে থাকবে আট জন করে অংশগ্রহণকারী। মর্টলেক থেকে পাটনে পর্যন্ত চ্যাম্পিয়নশিপ কোর্সে এবার তারা বাইবেন ৬.৮ কিলোমিটার দূরত্ব। ১৯২৬ সালে ক্যামব্রিজ অ্যান্ড টাইডঅ্যাওয়ে’র মাঝি স্টিভ ফেয়ারবেয়ারন ঐতিহাসিক এ নৌকা বাইচের প্রচলন করেন, যা এখন পর্যন্ত বিশ্বের নানা প্রান্তের নাবিকদের নজর কেড়ে যাচ্ছে। চিসউইক ব্রিজ থেকে আসা নাবিকদেরও আপনি এখানে দেখতে পাবেন, এরপর বার্নেস ব্রিজের ওপর দাঁড়িয়ে তাদের অনুপ্রাণিতও করতে পারবেন, যখন কিনা তারা গতি সঞ্চার করতে থাকবে। কিংবা দেখতে পাবেন কিভাবে ব্যস্ত হ্যামারস্মিথ ব্রিজ থেকে নাবিকরা ছুটে আসছে। অথবা অনুষ্ঠানটা উপভোগ করতে আপনি চাইলে নদীর তীরের গতিশীলতার সঙ্গে সামঞ্জস্য রেখে উপযুক্ত একটি জায়গা বাছাই করতে পারেন।
হংকংয়ে পারফর্মিং আর্ট
হংকংয়ের পারফর্মিং আর্টের মধ্যে অন্যতম সেরা একটি অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে হংকং আর্টস ফেস্টিভাল সোসাইটি। যেখানে এশিয়ার সেরা মেধাবী শিল্পীদের পাশাপাশি বিশ্বের শীর্ষস্থানীয় শিল্পীদের মেধার বিচ্ছুরণও প্রতিভাত হবে। শিল্পের জন্য প্রচ- ক্ষুধার্ত ও বিস্তৃত পরিসরে ছড়িয়ে থাকা একদল দর্শকের জন্যই এই উৎসবে রয়েছে একগাদা বর্ণিল আয়োজন। এর মধ্যে ধ্রুপদী থেকে শুরু করে সৃজনশীল ও তা থেকে শুরু করে প্রচ- উদ্দীপক বিষয়াবলীও। ২০১৪ সালের জন্য এই বছরের গ্র্যামি এওয়ার্ড মনোনয়ন পাওয়া পাঁচ জনসহ আন্তর্জাতিকভাবে খ্যাতনামা কোরিওগ্রাফাররা মিলে পারফর্ম করবেন। এই অনুষ্ঠানটাকে ধরতে আসা সঙ্গীতপিপাসুদের জন্য এটি হবে একটি বাড়তি ভোজন। তারিখ: ১৮ ফেব্রুয়ারি থেকে ২২ মার্চ
Subscribe to:
Posts (Atom)