If
you want to travel to a destination that is full of activities, think of
choosing a cruise journey instead
Ships have a charm of their own. They are gigantic
and own a world within them. It cannot be articulated until you actually board one
to face the real thrill. Or, when you see the world inside; it is yet another
world to explore with new attractions being added up. Ratna Chadha, Chief
Executive of Tirun Travel Marketing, India representative of Royal Caribbean
Cruises explains, "Royal Caribbean continues to deliver first-at-sea
innovations. The brand is going to introduce its 22nd ship, Quantum of the
Seas, in November 2014." And it would offer a world of experience from
skydiving simulators, the North Star capsule providing breathtaking views 90
meters above sea level, entertainment, etc.
One can choose a mélange of activities to indulge oneself
while on a cruise. And therefore, Royal Caribbean is adding more choices for its
customers like staterooms with balconies and upwards, specialty restaurants,
shore excursions, spa, beverage packages (best wine, liquour and cocktails),
she informs. Also, if you know your friend has travelled on a cruise before, he
or she can be your discount coupon. Chadha says, "Cruises like Royal Caribbean
and Celebrity Cruises offer to past cruisers like – onboard credits, saving
certificates, refer a friend promotion." Hence, it would be a wiser thing
to be referred by someone and reap additional benefits.
So
many attractions
If you are planning to choose a vacation on a
cruise, do check out some of the activities that are offered on-board. It
should ideally offer a great mix; be it a tranquil experience or offering
activities to make your adrenalin rush. Additionally, it should have services
to engross your body, mind and soul as you sail in the middle of seas. Check
out some vital facets that can make your family’s voyage really memorable.
On-board
shopping A retail option with a variety of collection
of merchandise should entice you to spend as you roam around. From big brands
to exclusive cruise retails, all can be found here with additional dose of specials
and one-time offers.
Entertainment A variety of
shows are lined up in the theatre for a great time. From movie shows, live musicals to stage productions,
aerial shows… etc., the stretch of imagination has widened over the years
offering unique shows apt for families.
Adventures
City
life doesn’t allow us to take on adventure breaks. But this break will attract
your attention as most cruises offer superb outdoor adventure activities; from rock
climbing on-board to preparing yourself for surfing above the waves or plunging
in the sea for a deep diving experience. Further, ice skating is something to
look forward to.
Quite
timeouts Deck pools offer an option to sink in
the feeling of being in the sea. Swim or just rest aside; you will enjoy both. Or
else, select your favourite balcony for the lovely view of the seas while the
sun sets.
Spa
At
times too many activities might just tire you out. Then spa can be the best
option for you to rejuvenate and experience the cruise again. Try various
detox, wrap or body therapies. In fact, alternative therapies like acupuncture
are also available in many cruises. For daily exercise routines, you can always
check out the fitness zone.
Dining
& lounging Experience the best of cuisines and many
more opportunities in dining. Take a tour to explore a variety of tastes. On the other hand, you can definitely
indulge into learning new things from the chefs on-board through culinary
classes. Also, go for some free moments to lounge in with your favourite cup of
tea or coffee while enjoying the professional full-stage musicals, classical performances,
bands and many more.
Casino
Willing to test your fortune? You can head to a casino
to find it. While you keep yourself entertained with blackjack, roulette, slot
machines and three-card poker games, do keep a check on your credit balance and
put a stop-loss on it.
Shore
excursions
As
the cruise touch the shores of some cities on its route, you can check out for
a short excursion schedule of the city. Do ensure to check that the cruise
route has an exotic destination on its itinerary.
করার আছে অনেক কিছু
আপনি যদি এমন কোনো ভ্রমণের জায়গা খুঁজে থাকেন, যেখানে করার মতো অনেক কিছু আছে, তবে নৌবিহারে যাওয়াই হবে উত্তম সিদ্ধান্ত।
জাহাজের নিজস্ব একটি জাদুমন্ত্র আছে। এটি আকারে বিশাল এবং নিজের জগৎটাকে নিজের ভেতর নিয়েই ঘুরে বেড়ায়। যতক্ষণ না আপনি সত্যিকারের রোমাঞ্চের মুখোমুখি হতে একটি জাহাজে উঠে না বসছেন, ততক্ষণ পর্যন্ত এর মজাটা বলে বোঝানো সম্ভব নয়। অথবা, আপনি যখন এর ভেতরের জগৎটাকে দেখবেন; সেটাকে মনে হবে এমন আরেকটা নতুন দুনিয়া যাতে ক্রমাগত নতুন সব জিনিস যুক্ত হতে থাকবে। টাইরান ট্রাভেল মার্কেটিংয়ের প্রধান নির্বাহী ও রয়্যাল ক্যারিবিয়ান ক্রুজের ভারত প্রতিনিধি রতœা চাধা ব্যাখ্যা করলেন এভাবে, “সমুদ্রে প্রথমবারের মতো আবিষ্কার করার মতো বহু কিছু পরিবেশন করছে রয়্যাল ক্যারিবিয়ান। ২০১৪ সালের নভেম্বরে এই ব্র্যান্ডটি তার ২২তম জাহাজ- কোয়ান্টাম অব দ্য সিজ উদ্বোধন করতে যাচ্ছে।” এ ছাড়া স্কাইডাইভিং সিম্যুলেটর থেকে শুরু করে সমুদ্রপৃষ্ঠ থেকে ৯০ মিটার উঁচুতে শ্বাসরুদ্ধকর দৃশ্য উপভোগ ও বিনোদন; ইত্যাদির জন্য এটি অচিরেই নতুন কয়েকটি পরিবেশনা নিয়ে আসতে যাচ্ছে। নৌবিহারে নিজেকে পুরোপুরি সঁপে দিতে একজন চাইলে বহু ধরনের কাজে নিজেকে নিয়োজিত রাখতে পারেন। চাধা আরও জানালেন, “আর তাই, রয়্যাল ক্যারিবিয়ান তার গ্রাহকদের বাছাই করার জন্য অনেক কিছু যোগ করতে যাচ্ছে। যাতে রয়েছে, বারান্দা ও আপওয়ার্ডসহ ব্যক্তিগত কেবিন, বিশেষায়িত রেস্তরাঁ, সমুদ্র তীরে প্যাকেজ ট্যুর, স্পা, বেভারেজ প্যাকেজ (সেরা ওয়াইন, লিকার ও ককটেল)।” আবার, আপনার কোনো বন্ধু যদি এ নৌবিহারে আগে গিয়ে থাকে, তবে সেক্ষেত্রে তিনি আপনার ডিসকাউন্ট কুপন হিসেবেও কাজ করবেন। চাধা জানালেন, “রয়্যাল ক্যারিবিয়ান ও সেলিব্রিটি ক্রুইজেস এর মতো নৌবিহার প্রতিষ্ঠানগুলো আগে ভ্রমণকারীদের জন্য জাহাজের ভেতর ঋণ, সঞ্চয়পত্র ও বন্ধু-মারফত-প্রচার এর মতো প্রকল্প নিয়ে আসতো।” বস্তুত, কারও কাছ থেকে শুনে নৌবিহারে যোগ দেওয়ার মাধ্যমে বাড়তি সুবিধা আদায় করে নেওয়াটা বুদ্ধিমানের কাজ বটে।
অগণিত আকর্ষণ
আপনি যদি নৌবিহারে গিয়ে ছুটি কাটানোর পরিকল্পনা করে থাকেন, তবে জাহাজের ভেতরের টুকিটাকি সুবিধাগুলো সম্পর্কে জেনে নিন। সাধারণত এখানে অনেকগুলো সুবিধা একসঙ্গে পাওয়া যাবে, হতে পারে সেটা এক নৈসর্গিক অভিজ্ঞতা অথবা এমন কিছু কাজ যা আপনার মাঝে অ্যাড্রিনালিন রাশ ঘটিয়ে ছাড়বে। এর বাইরে, এখানে এমন কিছু সেবা থাকবে যা আপনার দেহ, মন ও আত্মাকে আচ্ছন্ন করে ফেলবে; ঠিক যখন জাহাজ চলে যাবে সাগরের মাঝামাঝি। এবার নৌবিহারের গুরুত্বপূর্ণ দিকগুলোতে চোখ বুলিয়ে নিন, যা আপনার পরিবারের ভ্রমণটাকে সত্যিই স্মরণীয় করে রাখবে।
জাহাজে কেনাকাটা: অনেক ধরনের বণিকদের নিয়ে একটি খুচরা কেনাকাটার জায়গা থাকবে। ঘুরে বেড়ানোর সময় যা আপনাকে কেনাকাটায় প্রলুব্ধ করবেই। এককালীণ অফার ও বিশেষ পাওনার বাড়তি ডোজ দিতে বড় ব্র্যান্ড থেকে শুরু করে জাহাজের খুচরা বিক্রেতা সবই পাওয়া যাবে এখানে।
বিনোদন: একটি দারুন সময় কাটাতে থিয়েটারের সূচিতে সাজানো আছে নানা ধরনের শো। মুভি শো, লাইভ মিউজিক্যাল থেকে শুরু করে রয়েছে মঞ্চের প্রদর্শনী, স্যাটেলাইট শো ইত্যাদি। গত কয়েক বছরে পরিবারের উপযোগী শো তৈরিতে আরও বিস্তৃত হয়েছে কল্পনার পাখা।
অ্যাডভেঞ্চার: অ্যাডভেঞ্চারের জন্য শহুরে জীবন আমাদেরকে একটুও অবসর দেয় না। তবে এই বিরতি আপনার মনযোগকে আকর্ষণ করবে, যেহেতু বেশিরভাগ নৌবিহারই অনবদ্য সব আউটডোর অভিযানের আয়োজন করে থাকে। যাতে রয়েছে, জাহাজের ভেতরই উঁচু জায়গায় চড়া থেকে শুরু করে সমুদ্রের বড় বড় ঢেউয়ে সার্ফিং করার প্রস্তুতি নেওয়া এবং গভীর সমুদ্রে ডাইভিংয়ের অভিজ্ঞতা। এর বাইরে সানন্দে আইস স্কেটিংয়ের প্রতিও আপনি মনযোগ দিতে পারেন।
নীরব বিরতি: সমুদ্রে সময় কাটানোর অনুভূতির ভেতর নিজেকে পুরোপুরি নিমজ্জিত করার সুযোগ এনে দেবে ডেক পুল। সাঁতার কাটুন অথবা চুপচাপ এক কোণায় বসে জিরিয়ে নিন, আপনি দুটোই উপভোগ করবেন। অথবা, নিজের প্রিয় ব্যালকনিটা বাছাই করে সমুদ্রে সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্য অবলোকন করতে থাকুন।
স্পা: একই সঙ্গে অনেক কাজ করে আপনি হয়তো ক্লান্ত হয়ে যাবেন। তখন পুনরায় প্রাণশক্তি ভরপুর হয়ে নতুন করে নৌবিহারের আনন্দ উপলব্ধি করতে স্পা হতে পারে সেরা সুযোগ। নানা ধরনের ডিটক্স উপাদান, র্যাপ অথবা বডি থেরাপি নিতে পারেন। বস্তুত, অনেক নৌবিহারে আকুপাংচারের মতো বিকল্প থেরাপিগুলোও রাখা হয়। আর প্রতিদিনকার ব্যায়ামের রুটিন বজায় রাখতে আপনি চাইলে ফিটনেস জোনটা পরখ করে নিতে পারেন।
ডাইনিং ও লাউঞ্জিং: ডাইনিংয়ে সেরা খাবারের পাশাপাশি আরও কিছু সুযোগের অভিজ্ঞতা নিতে পারেন। নানা ধরনের স্বাদ পরখ করতে একচোট ঘুরে বেড়ান। অন্যদিকে, জাহাজের পাচকদের রন্ধনশিল্প বিষয়ক ক্লাসে অংশ নিয়েও নতুন নতুন জিনিস শেখার পেছনে নিজেকে নিবেদিত করে দিতে পারবেন। আবার, পছন্দের চা বা কফির মগ হাতে চলে যান লাউঞ্জে, সেখানে উপভোগ করতে পারবেন মঞ্চে অনুষ্ঠিত মিউজিক্যাল, ধ্রুপদী পরিবেশনা, ব্যান্ড ও আরও অনেক কিছু।
ক্যাসিনো: নিজের ভাগ্যটাও যাচাই করে নিতে চান? ক্যাসিনোতে ঢুঁ মেরে সেটাও করতে পারেন। ব্ল্যাকজ্যাক, রুলেট, স্লট মেশিন ও থ্রি-কার্ড পোকার খেলা খেলে নিজেকে যখন বিনোদন দিতে শুরু করবেন, তখন খেয়াল রাখবেন নিজের ক্রেডিট ব্যালেন্সের দিকেও এবং লোকসান ঠেকাতে সময়মতো খেলাটা বন্ধ করে দেবেন।
তীরে ক্ষণিকের ট্যুর: চলার পথে নৌবিহারটি কিছু শহরের তীরে ভিড়তে পারে। তখন সময় বাঁচিয়ে শহরটিতে এক চিলতে ঘুরে বেড়াতে পারেন। নৌবিহারে যাওয়ার আগে নিশ্চিত হয়ে নেবেন, যে জাহাজটিতে ভ্রমণ করছেন তার ভ্রমণপথে যেন বিলাসী কিছু গন্তব্য থাকে।
No comments:
Post a Comment